• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
এমবাপের গোলেই পিএসজির জয়

জয়সূচক গোলের পর উল্লসিত পিএসজির এমবাপে

ছবি : ইন্টারনেট

ফুটবল

এমবাপের গোলেই পিএসজির জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ব্রাজিলিয়ান বিশ্বতারকা নেইমার মাঠে নেই। রেকর্ড পরিমাণ অর্থে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দলে আসা নেইমার চোট নিয়ে আছেন নির্বাসনে। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন আক্রমণভাগের আরেক সারথি উরুগুইয়ান তারকা এডিনসন কাভানিও। তবে এই মানিকজোড়কে ছাড়াও সময়টা খারাপ কাটছে না পিএসজির। জয়রথ ছুটেই চলছে টমাস টুখেলের দলের। রোববার রাতে আরো একটি জয় তুলে নিয়েছে ফরাসি ফুটবলের রাজারা। পিএসজির এবারের ১-০ ব্যবধানের জয়টি এসেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানে সেন্ট এতিয়েনের বিপক্ষে।

এই জয়ের জন্য পিএসজি কোচ ধন্যবাদ দিতে পারেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে। সেন্ট এতিয়েনের মাঠে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি যে করেন এই এমবাপেই। লিগের চলতি মৌসুমে এটা দলের ২০তম জয়।

অ্যাওয়ে ম্যাচে এই জয়ের ফলে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষস্থান সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে পিএসজি। নিকটতম ও শিরোপা প্রতিদ্বন্দ্বী অলিম্পিক লিলের (৫০) সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ১২। লিল আবার দুই ম্যাচ বেশি খেলেছে। ২৩ ম্যাচে পিএসজির অর্জন ৬২ পয়েন্ট। ২৫ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে যথারীতি তিনে আছে অলিম্পিক লিও। ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সেন্ট এতিয়েন পাঁচে।

অবশ্য জিতলেও নেইমার ও কাভানির শূন্যতা ঠিকই টের পেয়েছে পিএসজি। সেন্ট এতিয়েনের বিপদসীমায় অতিথিদের প্রায় সব আক্রমণই ছিল অগোছালো। ম্যাচের সিংহভাগ সময় বলের দখল রেখেও মাত্র একটি গোল করতে পেরেছে পিএসজি। টুখেলের দল ম্যাচের একমাত্র গোলটি পেয়েছে ৭৩ মিনিটে। তার আগে বেশ কয়েকটি আক্রমণ নষ্ট করে পিএসজি।

দানি আলভেসের দারুণ ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে স্বস্তির গোলটি করেছেন এমবাপে। লিগের চলতি আসরে এটা তার ১৯তম গোল, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখল। এমবাপে গোল পেতে পারতেন আরো একটি। কিন্তু অ্যাঞ্জেল ডি মারিয়ার দুটো জোগান নষ্ট করেছেন তিনি।

শুধু এমবাপেই নন, জুলিয়ান ড্রাক্সলারকেও গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন আর্জেন্টাইন উইঙ্গার। কিন্তু ডি মারিয়া দারুণ কয়েকটা অ্যাসিস্ট করলেও সেগুলোর সুন্দর পরিণতি দিতে পারেননি ড্রাক্সলার-এমবাপেরা। ফলে এক গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads