• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
লিভারপুলের বড় জয়

লিভারপুলের ভার্জিল ফন ডাইক জোড়া গোল করেন

ছবি : ইন্টারনেট

ফুটবল

লিভারপুলের বড় জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০১ মার্চ ২০১৯

ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেলে ওয়াটফোর্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার রাতে জিতে জুর্গেন ক্লপের দল লিভারপুল পয়েন্ট তালিকার শীর্ষস্থানেই থেকে গেছে। তবে লিভারপুল ড্র করলে কিংবা হারলে ম্যানচেস্টার সিটি শীর্ষে চলে যেত।

নিজেদের মাঠে ৯ মিনিটেই এগিয়ে যায় আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করে আসা লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের বাড়ানো বল ধরে দূরের পোস্ট দিয়ে হেডে লক্ষ্যভেদ করেন সাদিও মানে। ২০ মিনিটে তিন তারকার মিলিত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। ওয়াটফোর্ডের ডিফেন্ডারদের বোকা বানিয়ে মোহামেদ সালাহ বল বাড়ান আলেক্সান্ডার-আর্নল্ডকে। এই ইংলিশ ডিফেন্ডারের থেকে পাওয়া বল শুরুতে ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে না পারলেও পরে ব্যাকহিলে জাল খুঁজে নেন মানে।

দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকা লিভারপুল ব্যবধান বাড়িয়ে নেয় ৬৬ মিনিটে। রবার্টসনের বাড়ানো বল ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের ফরোয়ার্ড দিভোক ওরিগি। ৭৯ মিনিটে আলেক্সান্ডার-আর্নল্ডের ফ্রি কিকে হেডে জাল খুঁজে নেন ভার্জিল ফন ডাইক। তিন মিনিট পর নেদারল্যান্ডসের এই ডিফেন্ডারই ওয়াটফোর্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

লিভারপুল ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। ম্যানচেস্টার সিটি ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। টটেনহ্যাম ৬০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। আর্সেনাল ৫৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ম্যানচেস্টার ইউনাইটেড ৫৫ পয়েন্ট নিয়ে আছে তাদের পরেই। আর ৫৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি।

চেলসির প্রতিশোধ : টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে জয়ের পথে ফিরেছে চেলসি। একই সঙ্গে দলটির কাছে লিগের প্রথম পর্বে হারের প্রতিশোধও নিয়েছে মাওরিসিও সারির দল। স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে ২-০ গোলে জেতে চেলসি। গত নভেম্বরে টটেনহ্যামের মাঠে ৩-১ ব্যবধানে হেরেছিল মাওরিসিও সারির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো। ৮৪ মিনিটে কিরান ট্রিপিয়ারের অবিশ্বাস্য এক আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়ে যায় চেলসির।

আর্সেনালের বড় জয় : প্রথমার্ধে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যাওয়া আর্সেনাল শেষ পর্যন্ত এএফসি বোর্নমাউথকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads