• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
৪৮ বছর পর বার্সা ভ্যালেন্সিয়া

৪৮ বছর পর কোপার ফাইনালে মুখোমুখি বার্সা-ভ্যালেন্সিয়া

ছবি : ইন্টারনেট

ফুটবল

৪৮ বছর পর বার্সা ভ্যালেন্সিয়া

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০২ মার্চ ২০১৯

কোপা দেলরের ফাইনাল মানেই বার্সা-রিয়ালের দ্বৈরথ। এমনটিই সুপরিচিত। মাঝে মধ্যে ঘটে ব্যতিক্রমও। কোনো একটি দল ছিটকে যায় সেমির লড়াই থেকে। এবার যেমনটি হয়েছে। সেমিফাইনাল থেকেই ঝরে পড়েছে রিয়াল মাদ্রিদ। তাও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে। ফাইনালে বার্সা।

শিরোপাটা এবার বার্সাই পেতে যাচ্ছে। তা বলাই যায়। প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে ইতোমধ্যে। কোপার ফাইনালে কাতালানদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। পরশু সেমিফাইনালের ফিরতি লেগে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। দুই দলের প্রথম লেগের ম্যাচের ফল ছিল ২-২ ড্র। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে ভ্যালেন্সিয়া। ইতিহাস বলছে, দীর্ঘ ৪৮ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভ্যালেন্সিয়া ও বার্সেলোনা।

বার্সা-ভ্যালেন্সিয়া এর আগে মোট তিনবার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছে। সর্বশেষ সাক্ষাৎটি ছিল ১৯৭১ সালে। সেবার ভ্যালেন্সিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। বার্সা জিতেছিল ১৯৫১ সালে দুই দলের প্রথম ফাইনালেও। তবে ১৯৫৪ সালে দুই দলের দ্বিতীয় সাক্ষাতে জিতে শিরোপার হাসি হেসেছিল ভ্যালেন্সিয়া।

আগের তিন সাক্ষাতে দুইবার জিতেছে বার্সা, একবার ভ্যালেন্সিয়া। এবার কে জিতবে? এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ২৫ মে পর্যন্ত। তবে দলীয় শক্তিমত্তার বিচারে লিওনেল মেসিদের বার্সেলোনাই পরিষ্কার ফেভারিট। বার্সাকে ফেভারিটের আসনে বসাচ্ছে ইতিহাসও।

এই টুর্নামেন্টে রেকর্ড ৩০ বার শিরোপা জিতেছে বার্সা। বিপরীতে ভ্যালেন্সিয়া ট্রফি উঁচিয়ে ধরেছে মাত্র চারবার। ভ্যালেন্সিয়া সর্বশেষ ফাইনালে খেলেছে সেই ২০০৮ সালে। আর বার্সা এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো ফাইনালে উঠল। এর মধ্যে সর্বশেষ ৪ মৌসুমেই জিতেছে শিরোপা।

এই পরিসংখ্যানে বার্সা ফেভারিট। তবে চলতি লা লিগার পরিসংখ্যান বার্সাকে কাঁপন ধরাতে পারে। কারণ দুইবারের মোকাবেলায় বার্সা একবারও জিততে পারেনি। দুটি ম্যাচই হয়েছে ড্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads