• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রোমাঞ্চের জয় জুভেন্টাসের

জয় নিশ্চিত হওয়ার পর আনন্দে মাতোয়ারা রোনালদোরা

ছবি : ইন্টারনেট

ফুটবল

রোমাঞ্চের জয় জুভেন্টাসের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৫ মার্চ ২০১৯

ইতালির সিরি-এ’র শীর্ষ দুই দলের রোমাঞ্চে ভরপুর লড়াই হলো সান পাওলো স্টেডিয়ামে। রোববার রাতের ঘটনাবহুল ম্যাচে ন্যাপোলিকে ২-১ গোলে হারাল জুভেন্টাস। দুই দলই খেলেছে ১০ জন নিয়ে। শেষ দিকে ন্যাপোলিকে পেনাল্টি থেকে সমতা ফেরানো গোল এনে দিতে ব্যর্থ হন লরেনসো ইনসিগনে।

মিরালেম পিজানিচ ও এমরে ক্যানের গোলে জিতেছে জুভেন্টাস। ন্যাপোলির চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা। ১২ ম্যাচ হাতে রেখে সম্ভাব্য ৭৮ পয়েন্টের ৭২টি নিয়ে টানা অষ্টম শিরোপার হাতছানি পাচ্ছে তুরিনোর ক্লাবটি।

২৫ মিনিটে ন্যাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেত মাঠ ছাড়লে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস। এরপরই তারা হারায় পিজানিচকে এবং ন্যাপোলির হোসে ক্যালেহন শোধ দেন একটি গোল। ইনসিগনে ব্যর্থ না হলে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারত স্বাগতিকরা। ঘটনাবহুল ম্যাচে শুরুতে বড় ধরনের হোঁচট খায় ন্যাপোলি। তাদের ফুলব্যাক কেভিন মালকুইতের ব্যাকপাস কেড়ে নিয়ে আক্রমণ চালান ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ঠেকাতে মেরেত বক্সের বাইরে চলে আসেন এবং পর্তুগিজ ফরোয়ার্ড মাটিতে পড়ে যান। ন্যাপোলি গোলরক্ষককে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন মনে করেননি। যদিও রিপ্লেতে দেখা গেছে রোনালদো গোলরক্ষককে টপকাতে লাফ দিতে গিয়ে পড়ে গেছেন, মেরেত তাকে স্পর্শও করেননি।

মেরেত লাল কার্ড দেখায় ন্যাপোলি স্ট্রাইকার আরকাদিউস মিলিক নিজেকে উৎসর্গ করেন। গোলপোস্টে বদলি নামেন ডেভিড ওসপিনা। নেমেই পরীক্ষা দিতে হয় তাকে। ওই ঘটনার কারণে পাওয়া ফ্রি কিক থেকে ২৮ মিনিটে পিজানিচ গোল করেন। দারুণ হেডে ৩৯ মিনিটে ক্যান ব্যবধান দ্বিগুণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads