• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ইসরায়েল সফরে নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র

ছবি : ইন্টারনেট

ফুটবল

সমালোচনার ঝড়

ইসরায়েল সফরে নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে ইসরায়েল সফরে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। কিন্তু তার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের ফুটবল ভক্ত, রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষও।

গত ১ এপ্রিল সফররত ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে সঙ্গে নিয়ে জেরুজালেমের পশ্চিম প্রান্তে অবস্থিত ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র দেয়ালে (ওয়েস্টার্ন ওয়াল) প্রার্থনায় অংশ নেন নেতানিয়াহু।

প্রার্থনা শেষে এক ভিডিওবার্তায় দুই নেতা নেইমার ও দুবারের সার্ফিং চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেদিনাকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান। ভিডিওবার্তায় দুই নেতা বলেন, ‘প্লিজ ইসরায়েলে আসো। নেইমার ও মেদিনা, তোমরা দুজনেই আমন্ত্রিত। সবাইকে নিয়ে ইসরায়েলে ঘুরে যাও। জেরুজালেম তোমাদের অপেক্ষায় আছে।’

একদিন পরেই এক ভিডিওবার্তায় দুই নেতার আমন্ত্রণ গ্রহণ করে শিগগিরই ইসরায়েল ভ্রমণে যাওয়ার কথা জানান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ভিডিওবার্তায় নেইমার বলেন, ‘হ্যালো বিবি (নেতানিয়াহুর প্রচলিত নাম) ও বোলসোনারো। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমরা আসছি।’

নেইমারের ইসরায়েল সফরের খবরে ক্ষেপেছেন তার সমর্থক  থেকে শুরু করে ব্রাজিলের অনেক বড় বড় রাজনীতিবিদ এমনকি সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফও। এক ব্রাজিলিয়ান টুইটারে ক্ষোভ ঝেড়ে লিখেছেন, ‘নেইমারের কোনো ধারণাই নেই তিনি কী করতে চলেছেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads