• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বর্ষসেরা ক্রীড়াবিদ বাকী

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার হাতে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা। গতকাল হোটেল সোনারগাঁওয়ে

ছবি : বাংলাদেশের খবর

খেলা

বর্ষসেরা ক্রীড়াবিদ বাকী

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৯

দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়ার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় গতকাল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০১৮ সালের সেরাদের পুরস্কার তুলে দেওয়া হয়। শুটার আবদুল্লাহ হেল বাকী হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ। ক্রিকেটার তামিম ইকবাল পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।

হোটেল সোনারগাঁওয়ের বলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

বর্ষসেরা ক্রীড়াবিদ : আবদুল্লাহ হেল বাকী (শুটার)। এ ক্যাটাগরিতে মনোনীত হয়েছিলেন তিনজন- মুশফিকুর রহিম (ক্রিকেটার), রুমানা আহমেদ (ক্রিকেটার), আবদুল্লাহ হেল বাকী (শুটার)। পপুলার চয়েস অ্যাওয়ার্ড : তামিম ইকবাল (ক্রিকেটার)। এ ক্যাটাগরিতে মনোনীত হয়েছিলেন চারজন- রুমানা আহমেদ (ক্রিকেটার), তামিম ইকবাল (ক্রিকেটার), মুশফিকুর রহিম (ক্রিকেটার), আবদুল্লাহ হেল বাকী (শুটার)। 

বর্ষসেরা ক্রিকেটার : মুশফিকুর রহিম, বর্ষসেরা ফুটবলার : তপু বর্মণ, বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় : শাপলা আক্তার,  বর্ষসেরা শুটার : আবদুল্লাহ হেল বাকী, উদীয়মান ক্রীড়াবিদ : সিরাত জাহান স্বপ্না (ফুটবলার), মেহেদী হাসান আলভী (টেনিস), বর্ষসেরা কোচ : গোলাম রব্বানী ছোটন (ফুটবল), 

তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব : ফজলুল ইসলাম (হকি কোচ) ও মনসুর আলী (সংগঠক), বিশেষ সম্মাননা : নাজমুন নাহার বিউটি (সাবেক অ্যাথলেট), বর্ষসেরা সংগঠক : নাজমুল হাসান পাপন (এসিসি ও বিসিবি সভাপতি), বর্ষসেরা পৃষ্ঠপোষক : বসুন্ধরা গ্রুপ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads