• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বাংলাদেশে আসছেন মেসিরা!

আর্জেন্টাইন সুপার স্টার মেসি

ছবি : সংগৃহীত

ফুটবল

বাংলাদেশে আসছেন মেসিরা!

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৯

লিওনেল মেসি। বর্তমান ফুটবল বিশ্বে সুপরিচিত নাম। ২০১১ সালে ভিনগ্রহের এমন ফুটবলারের পা পড়েছিল বাংলাদেশে। সঙ্গে এসেছিল গোটা আর্জেন্টিনার ফুটবল দলও। প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল নাইজেরিয়ার। স্মরণকালের সেই ম্যাচ প্রত্যক্ষ করেছিল অনেকে। নিচ চোখে মেসিকে দেখার সাধ পূরণ হয়েছিল ভক্তদের।

সেই রকম সুযোগ আবারও পেতে পারে বাংলাদেশের মেসি সমর্থকরা। আবারো আসতে পারে মেসির আর্জেন্টিনা। আর সেটা ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে। এ বিষয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নব রাষ্ট্রদূত ড্যানিয়েল চোবুরু মন্ত্রণালয়ে আলোচনা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটা ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলকে অভ্যর্থনার জন্য মুখিয়ে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে দুই দেশের বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে ২১ মার্চ আর্জেন্টিনায় একটি বৈঠক করেন দেশের পররাষ্ট্রমন্ত্রী। মেসির দেশে বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণের কথাও আলোচনা করেন তিনি। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতার বিষয়ে সম্মতি দিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্সেলো ফাউরি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads