• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের জয়

করিম বেনজেমা

ছবি : সংগৃহীত

ফুটবল

বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৯

দারুণ এক হ্যাটট্রিক করলেন করিম বেনজেমা। ফর্মে থাকা ফরাসি এই ফরোয়ার্ডের নৈপুণ্যে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে লা লিগায় জয়ের পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুয়ে রোববার ৩-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে বিলবাওয়ের মাঠে ১-১ ড্র করেছিল প্রতিযোগিতার সফলতম দলটি।

বার্নাব্যুয়ে প্রথমার্ধে দুই দলের পারফরম্যান্সেই ছন্দের অভাব ছিল যথেষ্ট। বিরতির আগে মোট ২০ বার ফাউলের বাঁশি বাজান রেফারি, যার কারণে বার বার খেলা গতি হারায়। এই সময় কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে মার্কো অ্যাসেনসিওর ক্রসে লাফিয়ে নেওয়া হেডে গোলরক্ষককে পরাস্ত করেন বেনজেমা। লিগে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি ফরোয়ার্ড।

৭৬ মিনিটে আরেকটি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। এবার লুকা মডরিচের কর্নারে হেডে বল জালে পাঠান ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। গ্যারেথ বেলকে আটকাতে ডি-বক্সের বাইরে ছুটে যান গোলরক্ষক, কিন্তু করে বসেন দুর্বল হেড। ফাঁকায় বল পেয়ে ছোট পাস দেন ওয়েলস ফরোয়ার্ড। ওখান থেকে অনায়াসে উঁচু করে শট নেন বেনজেমা, যা ঠেকানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের। এ নিয়ে লিগে শেষ সাত ম্যাচে ১০ গোল করলেন বেনজেমা। ২১ গোল নিয়ে আসরের গোলদাতার তালিকায় লুইস সুয়ারেজকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠলেন বেনজেমা। রিয়ালের শেষ আটটি গোলের সবই করলেন বেনজেমা। ৩৩ ম্যাচে ২০ জয় ও ৪ ড্রয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৪।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads