• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মেসি-সালাহদের লড়াই আজ

ফাইল ছবি

ফুটবল

মেসি-সালাহদের লড়াই আজ

  • প্রকাশিত ০১ মে ২০১৯

একদিকে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, অন্যদিকে লিভারপুলের মিশরীয় গোলমেশিন সালাহ। মাঠের লড়াইয়ে তাদের দল মুখোমুখি এবার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ চারের প্রথম লেগে আজ বুধবার রাতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট মেসির বার্সেলোনা ও ইংলিশ ক্লাব সালাহর লিভারপুল। ক্যাম্প ন্যুয়ে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে জমজমাট লড়াইটি। আগামী ৭ মে অ্যানফিল্ডে হবে ফিরতি পর্ব।

লিওনেল মেসিদের দল বার্সা ইতোমধ্যে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতে নিয়েছে। ফলে দারুণ এক আত্মবিশ্বাসী দল হিসেবে আজ তারা লিভারপুলের মোকাবেলা করবে। আর লিভারপুলের এখনো শিরোপা জেতা নিশ্চিত হয়নি। ম্যানসিটির সঙ্গে লিভারপুলের শিরোপাযুদ্ধ রয়েছে তুঙ্গে। জুর্গেন ক্লপের অধীনে এই নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলছে লিভারপুল। গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে শিরোপা বিসর্জন দিয়েছিল তারা।

এই মহারণের আগে প্রতিপক্ষ লিভারপুলের প্রশংসা করেছেন বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। অল রেডসদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনি। বার্সেলোনা নিজেদের অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে সুয়ারেজ আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিয়ে কথা বলেছেন। উরুগুইয়ান তারকা বলেন, ‘লিভারপুলের অবস্থান থেকে বলা যায় তাদের ভবিষ্যৎ উজ্জ্বল।’ তবে মহারণে সাবেক ক্লাবকে একটুও ছাড় দিতে চান না সুয়ারেজ। ৩২ বছর বয়সী ফরোয়ার্ড আরো বলেন, ‘এক সেকেন্ডের জন্যও আপনি চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগ হারাতে পারবেন না। কারণ গভীরভাবেই আপনি এটি চান।’

এদিকে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েই শেষ চারে তাকে আটকাতে আত্মবিশ্বাসী লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক। টানা দ্বিতীয়বারের মতো ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতার ফাইনালে পা রাখতে সাধ্যের সব কিছুই করবেন বলে জানিয়েছেন ডাচ এই ফুটবলার। ২৭ বছর বয়সী এই সেন্টার ব্যাক বলেন, ‘আমি মনে করি মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, আমি এ কথা অতীতেও বলেছি। কিন্তু আপনারা দেখেছেন কীভাবে আমরা খেলি, কীভাবে আমরা রক্ষণ সামলাই, আমরা একজনের বিপরীতে একজন থাকি না, রক্ষণে সবাই মিলে অংশ নেই এবং সবাই মিলেই আক্রমণে উঠি, তাই আমরা দেখব কী ঘটে। ফাইনালে পৌঁছাতে আমরা সবকিছুই করার চেষ্টা করব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads