• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রোমাঞ্চের জয়ে আবাহনীর ইতিহাস

সংগৃহীত ছবি

ফুটবল

এএফসি কাপ

রোমাঞ্চের জয়ে আবাহনীর ইতিহাস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ জুন ২০১৯

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ পর্ব পেরিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল বুধবার গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মিনেরভা পাঞ্জাবকে হারিয়ে গ্রুপের সেরা হয়েছে বাংলাদেশের  চ্যাম্পিয়নরা। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে মিনেরভাকে ১-০ গোলে হারায় আবাহনী। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে একমাত্র গোল করেন আফগানিস্তানের ফরোয়ার্ড মাসিহ সাইঘানি। রোমাঞ্চের জয়ে নতুন ইতিহাস গড়ল আবাহনী।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের তৃতীয় সারির টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলা পাঁচ আসরে গ্রুপ পর্ব পেরোতে পারেনি আবাহনী। এরপর ২০১৭ ও ২০১৮ সালে খেলা এএফসি কাপেও একই অবস্থা ছিল তাদের।

এবার ৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালে উঠল আবাহনী। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে ভারতের চেন্নাইয়ান এফসি। মিনেরভা ৫ এবং নেপালের মানাং মারশিয়াংদি মাত্র ২ পয়েন্ট পেয়েছে। গতকাল অপর ম্যাচে চেন্নাইয়ান ৩-২ গোলে মার্সিয়াংদিকে পরাজিত করে।

ম্যাচটি খেলতে গত রোববার ভারতের আসামে যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। কথা ছিল, এই ম্যাচ জিততে পারলেই প্রথমবারের মতো এএফসি কাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে আকাশি-হলুদরা। সেটাই করল তারা।

অ্যাওয়ে ম্যাচে মানাং মারশিয়াংদি ক্লাবের বিপক্ষে ১-০ গোলের জয়ে মিশন শুরু আবাহনীর। পরের ম্যাচে ঘরের মাঠে মিনারভা পাঞ্জাবের সঙ্গে ২-২ গোলে ড্র করে প্রিমিয়ার লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা। তৃতীয় ম্যাচে আহমেদাবাদে চেন্নাইয়ানের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেললেও ভাগ্যবিড়ম্বিত আবাহনী ১-০ গোলে হেরে ফিরেছে। এরপর আবাহনী ফিরতি পর্বে ৩-২ গোলে চেন্নাইয়ানের বিপক্ষে জয় পায়। গতকালের ম্যাচের আগে আবাহনী নিজেদের মাঠে ৫-০ গোলের বড় জয় পায় মানাং মারশিয়াংদির বিরুদ্ধে।

আবাহনীর বিদেশি কোচ মারিও লেমোসের তত্ত্বাবধানে আবাহনী যে দারুণ উন্নতি করেছে, এএফসি কাপের নকআউট পর্বে ওঠায় সেটাই প্রমাণ হলো।

ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী এখন ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার পথে অনেকটাই এগিয়ে গেছে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads