• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রাবিতে শহীদ শামসুজ্জোহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবি ড. শামসুজ্জোহার স্মরণে চতুর্থ বারের মতো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

ছবি : বাংলাদেশের খবর

ফুটবল

রাবিতে শহীদ শামসুজ্জোহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবি ড. শামসুজ্জোহার স্মরণে চতুর্থ বারের মতো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে হবিবুর রহমান হল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করেন রসায়ন বিভাগ। ১৩ দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্ধোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: বেলায়েত হোসেন হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন রসায়ন সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, অধ্যাপক ড. এ.বি.এম হামিদুল হকসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা।

টুর্নামেন্টে শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে একটি দল সহ মোট সাতটি দল অংশগ্রহণ করছে। উদ্ধোধনী খেলায় অংশগ্রহণ করে শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে গঠিত দল বনাম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল। আগামী ২৮ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads