• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
প্রস্তুতি ম্যাচ চান জেমি ডে

সংগৃহীত ছবি

ফুটবল

প্রস্তুতি ম্যাচ চান জেমি ডে

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৯

আফগানিস্তানের বিরুদ্ধে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচটি বাংলাদেশকে কোথায় খেলতে হবে তা এখনো ঠিক হয়নি। আফগানিস্তান এখনো তাদের হোম ভেন্যুর নাম জানায়নি এএফসিকে। ম্যাচ যেখানেই হোক, আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে বিদেশি কোনো জাতীয় দলের সঙ্গে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। নিজের এ পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন।

১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন। ৩১ জুলাইর মধ্যে দেশগুলোকে তাদের হোম ভেন্যুর নাম জানাতে হবে এএফসিকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতিমধ্যেই হোম ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পাঠিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে।

আফগানিস্তানে অন্য কোনো দেশ খেলতে যায় না নিরাপত্তা ঝুঁকির কারণে। আফগানিস্তান যদি তাদের দেশের কোনো স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে নেয়, তাতে বাফুফে আপত্তি করবে বলেও জানিয়ে রেখেছে। যদিও ফিফায় কোনো ভেন্যুর বিষয়ে ওজর-আপত্তি চলে না।

তাদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নিয়ে ফিফাও ওয়াকিবহাল। যে কারণে গত রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে আফগানিস্তান তাদের হোম ভেন্যু করেছিল ইরানের তেহরানে। হয়তো এবারো তারা অন্য কোনো দেশে ভেন্যু নির্ধারণ করবে।

আফগানিস্তান ভেন্যুর নাম না দেওয়া পর্যন্ত বাফুফেকে অপেক্ষা করতে হবে। বাফুফে এখন দলের প্রস্তুতির পরিকল্পনা নিয়েই চিন্তা করছে। কোচ জেমি ডে আছেন ছুটিতে। ঠিক কবে ফিরবেন তা বাফুফেকে এখনো জানাননি। আগস্টের দ্বিতীয় সপ্তাহে তিনি ঢাকায় ফিরতে পারেন- এমন আভাস দিয়েছেন। কবে নাগাদ প্রস্তুতি শুরু করবেন জানতে চাইলে জেমি ডে জানিয়েছেন, আগস্টের শেষ সপ্তাহে তিনি ছেলেদের নিয়ে প্রস্তুতিতে নেমে পড়বেন। সর্বশেষ ফিকশ্চার অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হবে ১ আগস্ট। মৌসুম শেষে খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দিতে জেমি ডে আগস্টের শেষ সপ্তাহে জাতীয় দলের ক্যাম্প শুরু করতে চান।

১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বিদেশি কোনো দলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চান বলে জানিয়েছেন জেমি ডে। সেটা কবে? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বলেছেন, ‘২ বা ৩ সেপ্টেম্বর বিদেশি কোনো জাতীয় দলের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা আছে আমার।’

কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ‘ই’ গ্রুপে পড়েছে। আফগানিস্তান ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, ওমান ও ভারত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads