• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
মহাদেবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

মহাদেবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে পুরস্কার বিতরণ করা হচ্ছে

ছবি : বাংলাদেশের খবর

ফুটবল

মহাদেবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

  • মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০১৯

নওগাঁর মহাদেবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা খাজুর ইউপি বনাম চেরাগপুর ইউপির মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে সরস্বতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাদেবপুর ও বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব ভোদন।

জাহাঙ্গীরপুর সরকারী বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক মুনিরুজ্জামান মুনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা যুবউন্নয়ন অফিসার হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মাজাহারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বকারী আব্দুস সালাম, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, জাহাঙ্গীরপুর সরকারী বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আলহাজ ছলিম উদ্দীন তরফদার সেলিম, উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন ও উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন (দায়িত্বপ্রাপ্ত) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন টপি বিজয়ী খাজুর ইউপি চেয়ারম্যানসহ খেলোয়ারদের হাতে তুলে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads