• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ফুটবল

পিএসজিকে জেতালেন নেইমার

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৯

ধারে ভারে এগিয়ে ছিল পিএসজি। কিন্তু ঘরের মাঠে লিও ছেড়ে কথা বলেনি। আর তাই জয় পেতে বেশ ঘামই ঝরাতে হয়েছে প্যারিস জায়ান্টদের। শেষ মুহূর্তে নেইমারের গোলে জিতেছে পিএসজি (১-০)।

ইনজুরি আক্রান্ত পিএসজি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়ালকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে। সে ম্যাচে নিষেধাজ্ঞায় পড়ে খেলা হয়নি নেইমার জুনিয়রের। আর ইনজুরির কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপে এবং এডিনসন কাভানি।

চ্যাম্পিয়নস লিগের দারুণ এক ম্যাচের পর লিগ ওয়ানের ম্যাচ খেলতে নামে পিএসজি। আর সে ম্যাচেও বাজিমাত। তবে জয়টা খুব সহজে আসেনি পিএসজির। নিষেধাজ্ঞায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলা না হলেও ফ্রেঞ্চ লিগে ঠিকই মাঠে নেমেছিলেন নেইমার। আর আক্রমণ ভাগের দায়িত্বও বর্তেছিল তার ঘাড়েই।

ম্যাচের শুরু থেকেই অবশ্য লিওর ঘাড় চেপে ধরে পিএসজি। একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা মিলছিল না পিএসজির। নেইমারকে কেন ইচ্ছার বিরুদ্ধে পিএসজিতে রাখা হয়েছে তার প্রমাণ ম্যাচের পর ম্যাচেই দিয়ে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। এই ম্যাচেও দারুণ পারফর্ম করে পিএসজির আল্ট্রাসদের জবাব দিয়েছেন।

পুরো ম্যাচে দারুণ খেলা পিএসজির অপেক্ষা ছিল কেবল একটি গোলের। দারুণ আক্রমণ করেও শেষ পর্যন্ত গোলের দেখা পাচ্ছিল না প্যারিসের ক্লাবটি। খেলার শেষ পর্যায়ের দিকে সবাই হয়তো ভেবে বসেছিল ম্যাচটি তবে ড্রয়ের দিকেই গড়াচ্ছে। তবে নেইমার ভাবছিলেন অন্য কিছু।

ম্যাচের নির্ধারিত সময়ের তখন বাকি মাত্র তিন মিনিট। ৮৭ মিনিটে ডি মারিয়ার বাড়ানো বল পেয়ে যান নেইমার, তবে নেইমারকে ঘিরে ছিল লিওর চার ডিফেন্ডার। নেইমার চারজনকে কাটিয়ে বল নিলেন বাঁ পায়ে। এরপর ঠান্ডা মাথায় ফিনিশিং।

আর দারুণ জমাট বাধা পিএসজি ডিফেন্স ভাঙতে অপারগ লিও। তাই তো আরো একবার অন্তিম মুহূর্তে নেইমারের গোলেই শেষ রক্ষা হলো পিএসজির। লিগ ওয়ানে ছয় ম্যাচে পাঁচ জয় এবং এক হারে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পিএসজি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads