• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ভেড়ামারা কলেজ মাঠে পেশাদার লীগ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল

ভেড়ামারা কলেজ মাঠে পেশাদার লীগ ফুটবল টূর্নামেন্টে’র ফাইনাল খেলায় বিজয়ি দলের হাতে পুরস্কার বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

ফুটবল

ভেড়ামারা কলেজ মাঠে পেশাদার লীগ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল

  • প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০১৯

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে ভোরের পাখি ফুটবল ক্লাবের উদ্যোগে আজ  শনিবার বিকালে পেশাদার লীগ ফুটবল টুর্নামেন্ট’১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন আঃ রাজ্জাক স্মৃতি একাদশ বনাম ইয়াকুব আলী স্মৃতি একাদশ। আঃ রাজ্জাক স্মৃতি একাদশ ১-০ গোলে জয়লাভ করেন। সেরা খেলায়াড় ও সর্ব্বোচ গোলদাতা নির্বাচিত হয় বাধন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ভোরের পাখি ফুটবল ক্লাবের সভাপতি সোহেল মারুফ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ্যাডঃ আলম জাকারিয়া টিপু, থানার অফিসার ইনচার্জ রুন্দ্র, পৌরসভার ২ নং প্যানেল মেয়র খসরুজ্জামান ফারুক, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, মনি ক্রপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, বিশিষ্ট ক্রীড়াবিদ, আতাউর রহমান আতা, হাসান বিন মাহমুদ ঝন্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, সাংগঠনিক সম্পাদক ডাঃ কামরুল ইসলাম মনা, কোষ্যদক্ষ্য আব্দুল আলিম, মাসুদ রানা লেবু, ক্রীড়াবিদ শফিকুল ইসলাম শফি, আইনাল, আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ভোরের পাখি ফুটবল ক্লাবের সাধারন সম্পাদক সেলিমুর রহমান নাসু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads