• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ফুটবল

ঢাকায় আসছেন ম্যারাডোনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে বাংলাদেশে আসছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

আজ মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী সালাউদ্দিন বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যেই ম্যারাডোনা ঢাকায় আসবে। 

তিনি বলেন, ম্যারাডোনা ১-২ রাতের বেশি ঢাকায় থাকবেন না। বাংলাদেশে ম্যারাডোনার যে সফর সূচি থাকবে, তার মধ্যে অন্যতম হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। বাকিগুলো ম্যারাডোনার সফরে সময়ের দৈর্ঘ্য অনুসারে ঠিক করা হবে।

সরকার ২০২০ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত মুজিববর্ষ উদযাপনকালে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করছে সরকার। এই বর্ষকে আকর্ষণীয় করে তুলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সহ প্রায় প্রতিটি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনও বিশেষ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads