• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে ফাইনালে চকলক্ষীপুর ক্রীড়া সংঘ বিজয়ী

কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্রিজ ও এলইডি ফুটবল কাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ

প্রতিনিধির পাঠানো ছবি

খেলা

ফ্রিজ ও এলইডি টিভি কাপ ফুটবল টুর্ণামেন্ট

চৌদ্দগ্রামে ফাইনালে চকলক্ষীপুর ক্রীড়া সংঘ বিজয়ী

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রিজ ও এলইডি টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে মিয়াবাজার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় চকলক্ষীপুর ক্রীড়া সংঘ ১-০ গোলে বালিমুড়ি ফ্রেন্ডস্ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার। উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার।

উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শোয়েবুল হাছান সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বারেক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এএসএম শাহিন মজুমদার, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিয়া নাছির, যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সর্দার, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি নাঈমুর রহমান মজুমদার মাছুম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক জহির উদ্দিন পিন্টু, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল কালাম আজাদ, বর্তমান সভাপতি হাসান আজিজ।

মিয়াবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উভয় পক্ষের খেলোয়াড় ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবল প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads