• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ফুরিয়ে যাচ্ছেন মেসি!

ফাইল ছবি

ফুটবল

ফুরিয়ে যাচ্ছেন মেসি!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ মার্চ ২০২০

প্রায় দেড় যুগ লিওনেল মেসির ফুটবল-জাদু উপভোগ করছেন যে দর্শক তিনিও কি বলবেন, হূদয় ভরেছে তার! মেসির ভালোবাসায় যে কিশোর সদ্যই রাত জেগে লা লিগা দেখছে, সে কি মানতে পারবে প্রিয় তারকার ফুরিয়ে যাওয়া? সদ্যোজাত নবজাতকও হয়তো একদিন আফসোস করে বলবে, ইস্ যদি আর কটা দিন আগে আসতে পারতাম মেসির পৃথিবীতে! ভাবতে কষ্ট হলেও বলতেই হয়, তার সাম্প্রতিক পারফরম্যান্স সে কথায় বলছে, ফুরিয়ে যাচ্ছেন ফুটবল-বিস্ময়!

লা লিগার ২০১১-১২ মৌসুমে ৫০ গোল করে বিস্ময় কীর্তি গড়া বার্সেলোনা অধিনায়ক শেষ সাত ম্যাচে চার গোল করলেও জালের দেখা পেয়েছেন মাত্র এক ম্যাচে। দুর্বল প্রতিপক্ষ এইবারের বিপক্ষে পেয়েছেন চারটি গোলের দেখা। বাকি ছয় ম্যাচই গোলশূন্য!

গত সপ্তাহেই লেভান্তে ও ম্যানচেস্টার সিটির কাছে হেরে বাজে সময় কাটানো রিয়াল মাদ্রিদের কাছে হারল বার্সেলোনা। অথচ মেসিরা সামান্যতম প্রতিরোধও গড়তে পারেননি। ম্যাচ শেষের ১৫ মিনিট আগে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ আসে বার্সেলোনা অধিনায়কের সামনে। ক্ষিপ্রগতির মেসি সুযোগটি নষ্ট করেন মার্সেলোর চেয়ে কমগতির দৌড়ে। বিগত বছরগুলোতে আর্জেন্টাইন অধিনায়কের সামনে এমন সুযোগে এলে অনেক কিছুই হতে পারত।

গত এল-ক্লাসিকোতে মৌসুমের সর্বনিম্ন রেটিং ছিল মেসির (৬.৩৯)। সেই সঙ্গে এই নিয়ে পাঁচবার এল-ক্লাসিকোতে গোলবঞ্চিত হলেন মেসি। যে রেকর্ডও বলে মেসির ফুরিয়ে যাওয়ার গল্প।

এই মৌসুমের বেশ কয়েকটি ম্যাচে মেসিকে স্বরূপে দেখা যায়নি। বিশেষ করে ইনজুরিতে থাকা সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যে মেলবন্ধন ছিল মেসির, তার সামান্যতমও খুঁজে পাওয়া যাচ্ছে না গ্রিজম্যানের সঙ্গে। এসব ম্যাচে মেসির শারীরিক ভাষাও খুব দুর্বল দেখিয়েছে। অবশ্যই কেউ দাবি করতেই পারেন মেসি একচুল ফুরায়নি। যুক্তি, চলতি মৌসুমেও সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩টি গোল ও ১৬টি এসিস্ট করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তারপরও একজন মেসি-ভক্ত ঠিকই স্বীকার করবেন; ক্ষিপ্রগতি, অসাধারণ ড্রিবলিং, নিখুঁত পাস ও দুর্দান্ত ফিনিশার মেসি হয়তো সত্যিই ফুরিয়ে যাচ্ছেন। মনের জোরের কথা যতই বলি না কেন বয়সও কথা বলে। এই জুনেই ৩৩-এ পা দেবেন মহাতারকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads