• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
তেভেজের গোলে বোকা জুনিয়র্সের শিরোপা জয়

ছবি: সংগৃহীত

ফুটবল

তেভেজের গোলে বোকা জুনিয়র্সের শিরোপা জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ মার্চ ২০২০

আর্জেন্টিনার ঘরোয়া লিগে নিজেদের শেষ ম্যাচে গোল করে দলকে শিরোপা এনে দিলেন বোকা জুনিয়র্সের কার্লোস তেভেজ।

বোকা জুনিয়র্স নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল কোচ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ক্লাব হিমনাসিয়ার। ম্যাচ জিতে শিরোপা নিশ্চিতের পর তেভেজ আবেগে প্রতিপক্ষ কোচ ম্যারাডোনার ঠোঁটে চুমু খেয়ে বসে।

আর্জেন্টিনার এবারের ঘরোয়া লিগে শিরোপা দৌড়ে ছিলো বোকা জুনিয়র্স ও প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দল রিভার প্লেট। শিরোপা জিততে হলে রিভার প্লেটের ম্যাচ জিতলেই চলতো। আর তেভেজের দল বোকা জুনিয়র্সের জয়ের পাশাপাশি রিভার প্লেটের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হতো। রিভার প্লেট না জিতলেই কেবল সুযোগ ছিল বোকার। একই সময় আলাদা দুই মাঠে শুরু হয় ম্যাচ দুটি।

বোকা জুনিয়র্স খেলে হিমনাসিয়ার বিপক্ষে। আর রিভার প্লেটের প্রতিপক্ষ ছিলো অ্যাটলেটিকো টুকুমান। রিভার প্লেটের ম্যাচে দলটি আগে গোল হজম করে পরে সমতায় ফেরে। তবে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি তারা। অপরদিকে বোকা জুনিয়র্সের অধিনায়ক তেভেজ নিজেদের ম্যাচে একমাত্র গোল করে দলকে জয় এনে দেন। ম্যারাডোনার দল হিমনাসিয়ার জালে ম্যাচের ৭২ মিনিটে জয়সূচক গোলটি করেন তেভেজ।

ফলে ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিজেদের করে নেয় তেভেজের বোকা জুনিয়র্স। এটি তাদের ৩৪ তম ঘরোয়া লিগ শিরোপা। অপরদিকে ড্র করে ৪৭ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ৩৬ বারের চ্যাম্পিয়ন রিভার প্লেটকে।

ম্যাচ শেষে হিমনাসিয়ার কোচ ম্যারাডোনাকে আলিঙন করতে যান বোকা জুনিয়র্সের অধিনায়ক তেভেজ। তখন আবেগে ম্যারাডোনার ঠোঁটে চুমু দিয়ে বসেন সাবেক আর্জেন্টাইন তারকা তেভেজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads