• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ছুটি ঠিক ‘ছুটি’ মনে হচ্ছে না কোচ জেমি ডের কাছে 

সংগৃহীত ছবি

ফুটবল

ছুটি ঠিক ‘ছুটি’ মনে হচ্ছে না কোচ জেমি ডের কাছে 

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ মার্চ ২০২০

ছুটি মানে আনন্দফুর্তি  আর ঘোরাঘুরি। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে একটু আলাদা সময় কাটানো।

কিন্তু করোনার প্রভাবে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশের জাতীয় দলের ফুটবল কোচের এবারের ছুটির সেই আমেজ টা মোটেও খুঁজে পাচ্ছেন না। উপভোগ করতে পারছেন না অনেক ঘোঘুরি। 

ছুটি কাটাতে ইংল্যান্ডে গিয়ে ঘরে একরকম অবরুদ্ধ হয়ে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

২৬ মার্চ সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছিল। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আরও অনেক প্রতিযোগিতার মতো বাছাইয়ের ম্যাচও স্থগিত হয়ে গেছে।

জাতীয় দলের ম্যাচ না থাকলে ইংল্যান্ডে পরিবার-পরিজনের সঙ্গে প্রায়ই ছুটি কাটাতে যান ডে। এবারও গিয়েছেন।

কিন্তু করোনাভাইরাস আরও ছড়িয়ে পড়ার আতঙ্কে মানুষের বাইরে বেরুনোর ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। ছুটির সময়টা তাই ঘরেই কাটাতে হচ্ছে ৪০ বছর বয়সী এই ইংলিশ কোচের।

সারাক্ষণ ঘরে থাকার সময়টাকে তাই ‘ছুটি’ মনে হচ্ছে না  জেমি ডের কাছে।

‘ছুটি মোটেও ভালো কাটছে না আর এটা আসলে ছুটি নয়…আমরা ঘরের মধ্যে আছি। নেহায়াত জরুরি দরকার না পড়লে বাইরে যাচ্ছি না।’

‘তবে এতে করে ছেলে-মেয়েরা খুশি। কেননা, তাদেরকে অনেক সময় দিতে পারছি। বাগানে তাদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটাচ্ছি। বোর্ড গেমসও খেলছি। এভাবেই সময় কাটছে আরকি। তবে পরিবারের সবাই সুস্থ আছে।’

সব মিলিয়ে বিশ্বে এখন নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজারের মতো, আর মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে বলে শুক্রবার জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads