• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
করোনায় জটিল সমীকরণে দুলছে গলফারদের অলিম্পিকে অংশগ্রহণ

সংগৃহীত ছবি

খেলা

করোনায় জটিল সমীকরণে দুলছে গলফারদের অলিম্পিকে অংশগ্রহণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

আন্তর্জাতিক গলফ র‌্যাংকিংয়ে না থাকায় অলিম্পিকে খেলতে পারবেন না সিদ্দিক, এমন আশঙ্কা দেখা দিয়েছে।

২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিকে কোয়ালিফাইং করার জন্য গত কয়েকদিন ধরে প্রস্তুতিও নিচ্ছিলেন দেশসেরা এ গলফার।

কিন্তু করোনাভাইরাসের কারণে অলিম্পিকের আগে গলফের সব টুর্নামেন্টই স্থগিত। অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য র‌্যাংকিংয়ে যে অবস্থানে থাকা দরকার, সেখানে নেই সিদ্দিকুর।

টুর্নামেন্টগুলো না খেলায় বাছাই পর্বের সুযোগও পাচ্ছেন না তিনি। শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) যদি নির্দিষ্ট সময়ে অলিম্পিক আয়োজন করে, তাতে র‌্যাংকিংয়ে না থাকায় ক্ষতিগ্রস্ত হবেন সিদ্দিকুরসহ বাংলাদেশের আরও গলফাররা। খেলতে পারবেন না অলিম্পিকে।

চার বছর আগে প্রথম বাংলাদেশি অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার টিকিট কেটে ইতিহাস গড়েছিলেন গলফার সিদ্দিকুর রহমান।

রিও অলিম্পিকে খেলা সিদ্দিকুর স্বপ্ন দেখছিলেন আরেকটি অলিম্পিকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads