• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
কোমা থেকে জেগে উঠলেন নূরী!

ছবি : সংগৃহীত

ফুটবল

দুই বছর, আট মাস ১৯ দিন পর

কোমা থেকে জেগে উঠলেন নূরী!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে সারা দুনিয়ায় যখন নেতিবাচক খবর, তখন একটা সুসংবাদ দিলেন আয়াক্সের ফুটবলার আবদেলহাক নূরী।

অসুস্থ হওয়ার পর দুই বছর, আট মাস ১৯ দিন পর কোমা থেকে ফিরে চেতনা লাভ করেছেন এই ২২ বছর বয়সী ফুটবলার।

২০১৭ সালের ৮ জুলাই মরক্কো বংশোদ্ভূত এই ডাচ ফুটবলার হৃদরোগে আক্রান্ত হন। আয়াক্স ও জার্মানির ক্লাব ওয়ার্ডার ব্রেমের মধ্যে একটা প্রীতি ম্যাচ চলা অবস্থায় এই ঘটনা ঘটে। এরপর তার গুরুতর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই থেকে কোমায় ছিলেন তিনি।

নূরীর ভাই আবদেররাহিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘ও কোমা থেকে ফিরেছে। জেগে উঠেছে। ওর আশপাশে কে আছে সেসব বুঝতে পারে। ও ঘুমায়, হাঁচি দেয়, ঢেকুর তোলে, খাবার খায়, টিভি দেখে। মাঝে মাঝে ভ্রু কুঁচকে বা হালকা হেসে ওর মনের অবস্থার জানান দেয়। তবে ও এখনো চব্বিশ ঘণ্টা বিছানাতেই থাকছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads