• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ইতালির প্রতি বিশ্বকাপজয়ী তারকা ক্যানভারোর খোলা চিঠি

সংগৃহীত ছবি

ফুটবল

ইতালির প্রতি বিশ্বকাপজয়ী তারকা ক্যানভারোর খোলা চিঠি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২০

মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রাম করছে সমগ্র পৃথিবী। প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও এই রোগে আক্রান্ত হয়ে শত শত মানুষ প্রাণ হারাচ্ছে । এই ধাক্কা সবচেয়ে বেশি পড়েছে ইউরোপের দেশ ইতালিতে। মৃতের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে দেশটি।

এই কঠিন বাস্তবতার মুহূর্তে ইতালির মানুষের প্রতি খোলা চিঠি দিয়েছে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফাবিও ক্যানভারো। গত মঙ্গলবার তার ওই খোলা চিঠিটি প্রকাশ করেছে প্লেয়ার্স ট্রিবিউটস ওয়েব সাইট। তার টিচির বক্তব্য ছিল এই রকম-‘আমার দেশ ইতালিতে এ মুহূর্তে যা হচ্ছে তা খুবই উদ্বেগের ও ব্যথার তাগ টানে আমাদের প্রত্যেকের হৃদয়ে।’

তিনি আরও বলেন, ‘যারা করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বা আক্রান্ত হয়ে কষ্ট করছেন তাদের সকলের প্রতি রইল সমবেনা।। আমি এই কষ্ট বলে বোঝাতে পারবো না। যারা নিকট আত্মীয় হারিয়েছেন তাদের সান্তনা দেওয়ার ভাষা আমার জানা নেই।’

এভাবেই তিনি তার চিঠিটি লিখে প্রকাশের ব্যবস্থা করেন ইতালিবাসীর উদ্দেশ্যে। এসময় তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন।
ইতালিতে এখন পর্যন্ত একলাখ ১০ হাজার আক্রান্ত হয়েছে। আর মৃত্যু ১৩ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads