• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
করোনা প্রতিরোধে নেইমারের ৭ কোটি টাকা অনুদান

সংগৃহীত ছবি

ফুটবল

করোনা প্রতিরোধে নেইমারের ৭ কোটি টাকা অনুদান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২০

চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত বিশ্বের ১৯৯টি দেশ। ইতোমধ্যে এই করোনা মহামারীতে সংক্রমণে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৭৩৯। আর মারা গেছে ৫৪ হাজার ৪৫।

এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবিলায় এগিয়ে আসছেন ক্রীড়াবিদরা। এবার সেই তালিকায় যোগ হলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রও।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইউনিসেফকে ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার টাকা) দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

ব্রাজিলিয়ান টেলিভিশন শো 'ফোফোকালিজান্দো'র বরাতে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম 'ইভিনিং স্ট্যান্ডার্ড'।

জানা গেছে, নেইমারের দান করা অর্থ দিয়ে ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

এর আগে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে অর্থ দান করেছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। তাদের দান করা অর্থ ১ মিলিয়ন ইউরো দিয়ে স্পেনে করোনা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads