• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জেল থেকে বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টাইনে রোনালদিনহো

সংগৃহীত ছবি

ফুটবল

জেল থেকে বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টাইনে রোনালদিনহো

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০২০

ভুয়া পাসপোর্ট দিয়ে প্যারাগুয়ে প্রবেশের অপরাধে একমাসেরও বেশি সময় ধরে কারাবাসের পর ছাড়া পেলেন অবসরে যাওয়া ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো।

তবে, কারাগার থেকে মুক্তি পেলেও তদন্ত চলাকালীন মঙ্গলবার একটি বিলাসবহুল হোটেলে তাকে গৃহবন্দী থাকার আদেশ দেয়া হয়েছে।

প্যারাগুয়ের একটি আদালত এ রায় দেয়ার প্রায় চার ঘণ্টা পরে হোটেলটিতে যান ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার। পুলিশ ভ্যানে করে তাকে হোটেলটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রয়োজনীয় স্যানিটারি সতর্কতা নিশ্চিত করার পর তাকে ঢুকতে দেয়া হয়েছে।

সেই সাথে, ফিফার বর্ষসেরা ব্রাজিলিয়ান খেলোয়াড় রোনালদিনহো এবং তার ভাই রবার্তো ডি এসিসকে ৮ লাখ ডলার করে জামানত দিতে বলা হয়েছে।

২০০২ বিশ্বকাপ জেতাতে নেতৃত্বদানকারী রোনালদিনহোকে দক্ষিণ আমেরিকার ছোট্ট এ দেশটিতে ভুয়া প্যারাগুয়ান পাসপোর্ট নিয়ে প্রবেশের দায়ে মার্চের প্রথম সপ্তাহে ছয়মাসের জেল দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ।

রোনালদিনহো তার নিজের আত্মজীবনী প্রচারের জন্য প্যারাগুয়ে  গিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads