• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
'মেসির বার্সা ছাড়ার কোন কথা হয়নি'

সংগৃহীত ছবি

ফুটবল

'মেসির বার্সা ছাড়ার কোন কথা হয়নি'

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০২০

মেসির কাছ থেকে বার্সা ছাড়ার কোন কথা এখনো শোনেনি ক্লাবটি। সোমবার ক্যাম্প ন্যুয়ে বার্সেলোনার একটি জরুরী বোর্ড সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

তোপের মুখে থাকা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউসহ ক্লাব কর্মকর্তারা অংশ বৈঠকে নেবেনে। সেখানে শুক্রবারের চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে। ওই ম্যাচে জার্মান চ্যাম্পিয়ন্স বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল কাতালান ক্লাবটি।

রোববার এস্পোর্তে ইন্টারেটিভোর রিপোর্টে দাবী করা হয় যে এই গ্রীষ্মেই ক্লাব ছাড়ার লক্ষ্য স্থির করেছেন লিওনেল মেসি। অবশ্য বৈঠক শুরুর আগমুহুর্তে একটি সুত্র বার্তা সংস্থা এএফপিকে জানায় এখনো পর্যন্ত এটি নিয়ে ক্লাবে কোন কথা উঠেনি। অবশ্য মেসির হতাশার বিষয়টি নিয়ে আলোচনা হবে। কোচ কুইকি সেতিয়েনের ভবিষ্যৎ নিয়েও কথা হবে। তাকে বরাখাস্ত করা হতে পারে। সেতিয়েনের পরিবর্তিত হিসেবে আলোচনায় এগিয়ে আছেন রোনাল্ড কোম্যান। মতামত আসতে পারে মরিজিও পচেত্তিনোর পক্ষেও। যিনি আগে বলেছিলেন যে তিনি কখনো বার্সেলোনায় কাজ করবেন না।

এই বৈঠকে কিছুটা হলেও আলোচনা হতে পারে বার্সা বি দলের কোচ গার্সিয়া পিমিয়েন্টাকে নিয়েও। অবশ্য মেসি ও অন্য সিনিয়র খেলোয়াড়দের পছন্দের তালিকায় আছেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। যদিও সম্প্রতি কাতারের ক্লাব আল সাদের সঙ্গে নতুন চুক্তি করেছেন জাভি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads