• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ফুটবল

জার্মানির জালে স্পেনের ৬ গোল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০২০

নেশনস লিগে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে গোল বন্যায় ভাসিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সেভিয়ায় মঙ্গলবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের লড়াইয়ে জার্মানিকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে রামোস, মোরাতারা।

স্পেনের হয়ে হ্যাটট্রিক করেন তরুণ ফেররান তরেস। বাকি গোল তিনটি আসে আলভারো মোরাতা, রদ্রি ও মিকেল ওইয়ারসাবালের পা থেকে।

ড্র করলেই পরের পর্বে চলে যেত জার্মানি, তবে ইউক্রেনের মাঠে হার, সুইজারল্যান্ডের মাঠে ড্র; দুই অ্যাওয়ে ম্যাচে হোঁচটের পর জয়ের বিকল্প ছিল না লুইস এনরিকের শিষ্যদের।

এদিন সবচেয়ে ব্যস্ত সময় পার করতে হয়েছে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্পেন। তবে ডি-বক্সের ঠিক বাইরে থেকে সার্জিও রামোসের ফ্রি-কিক  ঠেকিয়ে দেন নয়ার।

ম্যাচের ১৭ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন মোরাতা। ৩৩ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন তরেস। ৫ মিনিট পরেই ব্যবধান বাড়ান রদ্রি। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং ৭১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তরেস।

৮৯ মিনিটে জার্মানির জালে শেষ পেরেক ঠুকেন মিকেল ওইয়ারসাবাল।

এর আগে প্রথম রাউন্ডে গত সেপ্টেম্বরে জার্মানির মাঠে পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ের শেষ দিকের গোলে ১-১ ড্র করে ফিরেছিল স্পেন। 

ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পরের পর্বে পা রাখলো স্পেন। দুই জয় ও তিন ড্রয়ে জার্মানির পয়েন্ট ৯। ৫ ম্যাচ করে খেলা ইউক্রেন ও সুইজারল্যান্ডের পয়েন্ট যথাক্রম ৬ ও ৩।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads