• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কাতারের পথে বাংলাদেশ দল

সংগৃহীত ছবি

ফুটবল

কাতারের পথে বাংলাদেশ দল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০২০

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের একটি ম্যাচ খেলতে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাড়ে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায় জাতীয় ফুটবল দলকে বহনকারী বিমানটি।

আগামী ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা।

কোয়ারেন্টিন শেষ করে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে জীবন-সুফিলদের।

এই সফরকে কেন্দ্র করে বুধবার ২৭ সদস্যের দল ঘোষণা করা হয়। যদিও তাদের মধ্য থেকে রক্ষণভাগের খেলোয়াড় এস এম মনজুরুল রহমান করোনা আক্রান্ত হওয়ায় তাকে রেখে ২৬ খেলোয়াড় নিয়ে ঢাকা ছাড়ে দল। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট মিলিয়ে সঙ্গে রয়েছে আরও ১০ জন।


কাতার সফরে ২৭ সদস্যের বাংলাদেশ দল হলো-

গোলরক্ষক

আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকু ও পাপ্পু হোসেন।

রক্ষণভাগ

তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত।

মধ্যমাঠ 

আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, মামুনুল ইসলাম, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।

আক্রমণভাগ

মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads