• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার চির বিদায়

সংগৃহীত ছবি

ফুটবল

ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার চির বিদায়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ নভেম্বর ২০২০

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা বুধবার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। দেশটির সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত ‘৮৬ বিশ্বকাপ কিংবদন্তি বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

আর্জেন্টিনার সাবেক এই ফুটবল মিডফিল্ডার এবং ম্যানেজার ম্যারাডোনার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে এ মাসের গোড়ার দিকে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল।

সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এই ফুটবলারের অধিনায়কত্বে আর্জেন্টিনা ১৯৮৬র ফুটবল বিশ্বকাপ জেতে। তিনি বার্সেলোনা এবং নেপোলির মতো ক্লাবেও খেলেছেন।

মারাডোনাকে গত ৫০ বছরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন বলে গণ্য করা হয়।

তবে ক্যারিয়ারের একটা বড় সময় জুড়ে তিনি মাদকের সমস্যা এবং ভগ্ন স্বাস্থ্য নিয়ে ভুগেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads