• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এমবাপের হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সেলোনা

সংগৃহীত ছবি

ফুটবল

এমবাপের হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সেলোনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২১

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগে (ইউসিএল) প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে বার্সেলোনাকে।পিএসজির কাছে প্রথম লেগে ১-৪ গোলে হেরে বসেছে বার্সা। এতে ইউসিএলের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

মঙ্গলবার রাতে চোটের কারণে খেলতে পারেননি নেইমার। তবে তার অভাব টেরই পেতে দেয়নি প্যারিসের দলটি। পিএসজির হয়ে হ্যাটট্রিক তুলেছেন কিলিয়ান এমবাপে। অপর গোলটি আদায় করেছেন মইসি কেন। অন্যদিকে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি।

ঘরের মাঠে ২৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে এগিয়ে যায় কাতালানরা। পিএসজির ডিফেন্ডার লেইভিন কুরজাওয়ার পায়ে লেগে পড়ে যান বার্সা মিডফিল্ডার ফ্র্যাংকি ডি ইয়ং। স্পট কিক নিয়ে গোল করেন মেসি। তবে পাঁচ মিনিটের ব্যবধানে গোল করে ম্যাচে সমতা আনেন। ১-১ গোলে সমতায় বিরতিতে যায় দুই পক্ষ।

দ্বিতীয়ার্ধে আর পাত্তাই পায়নি স্প্যানিশ জায়ান্টরা। ৬৫ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোল তুলে নেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড এমবাপে।৭০তম মিনিটে ব্যবধার আরও বাড়ান ইতালিয়ান ফরোয়ার্ড কেন। ম্যাচ শেষে হওয়ার পাঁচ মিনিট বাকি থাকতে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে।

আগামী ১০ মার্চ ইউরোপ সেরার এই টুর্নামেন্টের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দলদুটি। পিএসজির মাঠে কমপক্ষে ৪-০ গোলে জয় তুললে শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারবে মেসিরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads