• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সমাপ্তির পথে সিটি অধ্যায়

সংগৃহীত ছবি

ফুটবল

সমাপ্তির পথে সিটি অধ্যায়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২১

চোটের জন্য একাদশে অনিয়মিত হওয়ার পর থেকে শোনা যাচ্ছিল গুঞ্জন। শেষ পর্যন্ত সেটিই সত্যি হতে যাচ্ছে। চুক্তির মেয়াদ শেষে চলতি মৌসুমের পর ফ্রি ট্রান্সফারে বিদায় নিতে যাচ্ছেন সার্জিও আগুয়েরো। শেষ হচ্ছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের ম্যানচেস্টার সিটি অধ্যায়। প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০১১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮৪ ম্যাচে রেকর্ড ২৫৭ গোল করেছেন আগুয়েরো। জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ। বিদেশি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। সব মিলিয়ে প্রিমিয়ার লিগের গোলদাতার তালিকায় ১৮১ গোল নিয়ে আছেন চতুর্থ স্থানে। 

ক্লাবের ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায় বার্তা দিয়েছেন ৩২ বছর বয়সি এই তারকা স্ট্রাইকার। তিনি বলেন, ‘যখন একটা চক্রের শেষ হয়, তখন মনের মধ্যে অনেক রকম অনুভূতি খেলা করে। ম্যানচেস্টার সিটির হয়ে পুরো ১০ বছর খেলতে পারার গর্ব ও ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আজকের যুগে এবং এই বয়সে একটা দলের হয়ে এতদিন খেলার উদাহরণ খুব বেশি নেই।’

সিটির জার্সিতে আগুয়েরোর সবচেয়ে স্মরণীয় গোল হয়ে থাকবে শুরুর দিকের একটি গোল। ২০১১-১২ প্রিমিয়ার লিগ আসরের শেষ দিনে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে যোগ করা সময়ে গোল করে জিতিয়েছিলেন দলকে। ওই গোলেই ৪৪ বছরে প্রথম লিগ শিরোপা জিতেছিল সিটি।

চোট ও অসুস্থতা মিলিয়ে চলতি মৌসুমে অবদান রাখতে পারছেন না খুব একটা। দলের হয়ে এখন পর্যন্ত মাঠে নেমেছেন কেবল ১৪ ম্যাচে, গোল করেছেন তিনটি।

আগুয়েরোকে সম্মান জানাতে ও ক্লাবে তার কীর্তিকে স্মরণীয় করে রাখতে ইতিহাদ স্টেডিয়ামের বাইরে ক্লাবের স্বর্ণ যুগের অন্য দুই নায়ক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি ও মিডফিল্ডার দাভিদ সিলভার পাশে তারও ভাস্কর্য গড়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads