• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

আফ্রিকা

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ আগস্ট ২০২১

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। আলজেরিয়ার ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক দাবানলে দেশটির উত্তরাঞ্চলের বনভূমি এলাকা পুড়ে ছারখার হয়ে হয়ে যাচ্ছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আলজেরিয়ার পার্বত্য অঞ্চল কাবাইলি দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে আলজেরীয় সরকার। সেখানে এখন পর্যন্ত ২৮ জন সেনার মৃত্যু হয়েছে।

আলজেরিয়ায় এই আগুনের সূত্রপাত হয় বেজাইয়া ও তিজি ওউজোউ এলাকায়। দাবানল ছড়িয়ে পড়ার পর বিপদাপন্ন মানুষকে উদ্ধারে কাজ শুরু করেন দেশটির সেনা সদস্যেরা।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেবাউন দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আবদুর রহমান চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ কাবাইলি অঞ্চলে দুটি পানি ছিটানোর বোম্বার পাঠানোর কথা জানিয়েছেন। ম্যাক্রোঁ আলজেরিয়ার নাগরিকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে টুইটও করেছেন।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে দুটি অগ্নিনির্বাপক উড়োজাহাজ ভাড়া করতে চুক্তি করেছে আলজেরীয় সরকার। আজ থেকে উড়োজাহাজ দুটি কাজে নেমে পড়বে বলে জানিয়েছে আলজেরিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। গ্রিসে দাবানল মোকাবিলায় উড়োজাহাজ দুটি ব্যবহৃত হয়েছিল বলে রয়টার্স জানিয়েছে।

আলজেরিয়ার বিপদে এগিয়ে আসার বার্তা দিয়েছে দেশটির সঙ্গে বহু বছর ধরে সম্পর্কের টানাপোড়েন থাকা মরক্কো। মরক্কোর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমএপি জানিয়েছে—আলেজেরীয় কর্তৃপক্ষের অনুমতি পেলেই মরক্কো দুটি এয়ারক্রাফ্‌ট পাঠাতে প্রস্তুত বলে দেশটির বাদশাহ ষষ্ঠ মোহম্মদ জানিয়ে রেখেছেন।

পশ্চিম সাহারায় সংকটকে কেন্দ্র করে বহু বছর ধরে আলজেরিয়া ও মরক্কোর মধ্যে উত্তেজনা ও বিবাদ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads