• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কানাডায় পুলিশ সেজে বন্দুকধারীর হামলা, নিহত ১৬

সংগৃহীত ছবি

উত্তর আমেরিকা

কানাডায় পুলিশ সেজে বন্দুকধারীর হামলা, নিহত ১৬

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০২০

কানাডার নোভা স্কশিয়া প্রদেশে পুলিশ সেজে গুলি চালিয়ে একজন নারী পুলিশ কর্মকর্তাসহ মোট ১৬ জনকে হত্যা করেছে একজন বন্দুকধারী। ১২ ঘণ্টা ধরে চলা রুদ্ধশ্বাস অভিযানের পর গাড়ি ধাওয়া করে হামলাকারীকে ধরে ফেলে নিরাপত্তা বাহিনী। পরে পুলিশের গুলিতে পরে নিহত ওই হামলাকারী।

নোভা স্কশিয়ার গ্রামীণ শহর পোরটাপিকে শনিবার ওই হামলার ঘটনার সূত্রপাত। সেখানকার বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী পুলিশের গাড়ির মত দেখতে একটি গাড়ি চালিয়ে যাচ্ছিল। রোববার পুলিশ জানায়, হামলাকারী নোভা স্কশিয়ার বিভিন্ন জায়গায় গুলি চালায়। যে কারণে এখন পর্যন্ত হামলার শিকার হয়ে কতজন নিহত হয়েছেন সে সংখ্যা নিরূপণ শেষ হয়নি। পুলিশের আশঙ্কা নিহতের সংখ্যা বাড়তে পারে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে 'ভয়াবহ' আখ্যা দিয়েছেন।

নোভা স্কশিয়ার প্রিমিয়ার স্টিফেন ম্যাকনেইল সাংবাদিকদের বলেছেন, 'এই প্রদেশের ইতিহাসে এটি সবচেয়ে ভয়ংকর ঘটনা।'

নোভা স্কশিয়ার পুলিশ বিভাগ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান, তার বয়স ৫১ বছর। 

লিশের পোশাক পড়া ওই ব্যক্তি পুলিশ কর্মী ছিলেন না।

পুলিশ বিভাগের এক টুইটে বলা হয়েছে, "হামলাকারীর গাড়ির সঙ্গে আরসিএমপির গাড়ির তফাৎ হচ্ছে এর লাইসেন্স প্লেটটি ভিন্ন ছিল।"

টুইটে সেই গাড়িটির নম্বর দিয়ে ৯১১-এ ফোন করার আহ্বান জানানো হয়েছিল।

আগ্নেয়াস্ত্রের মালিকানা বিষয়ক আইন যুক্তরাষ্ট্রের তুলনায় কানাডায় শক্ত হবার কারণে নির্বিচার গুলি চালানোর ঘটনা দেশটিতে বেশ বিরল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads