• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
লাশ দেখতে গিয়ে লাশ হলো ৮ জন

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

লাশ দেখতে গিয়ে লাশ হলো ৮ জন

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০২০

শেরপুরের নালিতাবড়ি উপজেলার বারুমারিতে আত্মীয়ের লাশ দেখতে গিয়ে পথে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মাইক্রোবাস ডুবে লাশ হলো ৮ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ও ওসি ইমারত হোসেন গাজী খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় আরো ২ জন আহত হন। আহতরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফুলপুর থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

জানা যায়, ময়মনসিংহের গফরগাও উপজেলার মশাখালী গ্রামের হাফিজুদ্দিনের স্ত্রী পারুল বেগমের বোনের ছেলে হাশেমের মৃত্যুর খবর শুনে ভালুকা ও তারাকান্দার আত্মীয়-স্বজনসহ মাইক্রোবাসে করে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বারুমারি গ্রামে লাশ দেখতে যাচ্ছিলেন। পরে পথে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাও উপজেলার মশাখালী গ্রামের হাফিজুদ্দিনের স্ত্রী পারুল বেগম (৪৫), একই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রিপা (২৫), ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী বেগম (৩০), গফরগাও উপজেলার আঠারদানা গ্রামের এলাহি বখশের স্ত্রী রেজিয়া (৭০), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন (৩০), পাগলা থানার ভাতুড়ি গ্রামের শামছুল হক (৬০), ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের শাহজাহানের শিশুকন্যা বুলবুলি (৫) ও ভালুকা উপজেলার কাইসাল গ্রামের চানমন শেখের স্ত্রী মিলন (৬০)।

আর আহতরা হলেন, গফরগাও উপজেলার আঠারদানা গ্রামের এলাহি বখশের ছেলে রতন মিয়া (৫০) ও ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের সিনানের ছেলে মিজান (২৮)। এ বিষয়ে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, স্বজনরা আসলে লাশগুলোর জিডি এন্ট্রি করে তাদের নিকট হস্তান্তর করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads