• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

দুর্ঘটনা

পানিতে ডুবে ৭ শিশুর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জুলাই ২০২১

চার জেলায় পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : জেলার শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো-ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জেমি (১২) ও তার ফুপাতো বোন মিমি (১২)। মিমি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী গ্রামের গার্মেন্টস কর্মী সুমন মিয়ার কন্যা। জেমি ও মিমি ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

গাইবান্ধা : জেলার গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে রবিউল (৫) ও আইয়ুব আলীর ছেলে শফিউল (৫)।

খাগড়াছড়ি : জেলার মহালছড়িতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার মাইচছড়ির জামতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-ওই গ্রামের সুপায়ন চাকমার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে পরাণগুলো চাকমা (৯) ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে চম্পক চাকমা (৬)।

কলমাকান্দা: নেত্রকোণা জেলার কলমাকান্দায় বাড়ির সামনে বর্ষার জমানো পানিতে ডুবে মোস্তাকিন নামে এক বছর বয়সী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রোববার দুপুর ৩ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিন কলমাকান্দা উপজেলার রংছাতি  ইউনিয়নের বিশাউতি গ্রামের সাব্বির হোসেনের ছোট পুত্র সন্তান। সাব্বির পেশায় একজন ইটভাটার শ্রমিক।

স্থানীয় ও নিহত শিশুর পরিবার সুত্রে জানা যায়, আজ দুপুরে নিজ বাড়ীতে নিহত ছোট সন্তান মোস্তাকিনসহ পরিবারের লোকজন খাওয়া- দাওয়া করেন। পরে তিন সন্তানের জন্য ঈদের কেনাকাটা করার উদ্দেশ্য উপজেলার সদরে কলমাকান্দা বাজারের রওনা দেন। ওই সময় বাড়ীর কাজে ব্যস্ত ছিলেন মোস্তাকিনের মা । সকলের অজান্তেই বাড়ির সামনে বর্ষার জমানো পানিতে ডুবে যায়। পানিতে পড়ার শব্দ শুনে মা শাবানা  তাকিয়ে দেখল শিশু  সন্তান ঘরে নেই । পরে তার চিৎকারে আশপাশে লোকজন অনেক খোঁজাখুঁজি করে  শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads