• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

শ্রীপুরে সড়ক দুর্ঘটনা : কটা বই আর শিশু মনির রক্তে ভিজে চুপ চুপ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ অক্টোবর ২০২১

বহুদিন পর স্কুল খোলায় শিক্ষার্থীদের মনে ভিন্ন রকম আনন্দ বইছে। তাই সময় হতেই বই খাতা নিয়ে স্কুলের দিকে ভোঁ দৌঁড় শিক্ষার্থীর। স্কুল মানেই সহপাঠি বন্ধু বই আর হইচই আনন্দ। তেমনি সহপাঠি বন্ধু আর বই নিয়ে আনন্দ করতে স্কুলের পথে হাঁটছিল শিশু শিক্ষার্থী মনির হোসেন। কিন্তু মাঝ পথেই সব আনন্দ ম্লান করে দিল ভয়ঙ্কর এক জমদূত বেপরোয়া সিএনজি চালিত অটো রিকশা। নিভে গেল শিশু মনিরের প্রাণ পাখি। নিথর দেহ রক্তে ভেজা বই আর আগামীর স্বপ্ন ডুবে গেল ছুপ ছুপ রক্ত ভাসা পিচঢালা সড়কে।

গাজীপুরে শ্রীপুরে সিএনজি ধাক্কায় এক প্রাইমারি স্কুল ছাত্র নিহতের এমনি এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট জৈনা আঞ্চলিক সড়কের গোতার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মনির হোসেন নয়াপাড়া গ্রামের আসাদুল হোসেনের ছেলে। নিহত শিশু মনির হোসেন (৮) নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাধারন মানুষ এ সব বেপরোয়া সিএনজি চলাচলে ক্ষোভ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুল ছাত্র মনির গোতার বাজারের একটি দোকান থেকে বিস্কুট কিনে একটি দোকানে পাশে বসে খাচ্ছিল। এমন সময় একটি বেপরোয়া দ্রুতগামী সিএনজি অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মনিরের ওপর উঠে পড়ে। এ সময় মনির ছিটকে পড়ে সড়কের ওপর। মুহুর্তের মধ্যেই পিচঢালা সড়কে রক্তে সয়লাব হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তাঁরা ক্ষোভ প্রকাশ করে জানান, এ সড়ক সহ আশপাশের সবগুলো সড়কেই বেপরোয়া চলে সিএনজি অটো রিকশা। এ ব্যাপারে বহু বলেও কোনো ব্যবস্থা করা যায়নি। ঘাতক সিএনজি ও চালককে স্থানীয়রা আটক করেছে।

স্বজনরা জানান, মনির নিয়মিত স্কুলে যেত। ছাত্র ভাল ছিল। এখন সন্তান হারিয়ে মা বাবা নির্বাক হয়ে গেছে। বার বার মূর্ছা যাচ্ছেন মা বাবা। তাঁদের কান্নায় আকাশ বাতাশ ভারি হয়ে গেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তাঁরা এ মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রকৃত বিচার দাবি করেন।
শ্রীপুর মডেল থানার এস আই রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আগেই স্থানীয়রা ঘাতক সিএসজি ও চালককে আটক করেছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads