• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

লামায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর ২০২১

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই কৃষকের ৪টি গরু মারা গেছে এবং বজ্রপাতে প্রচুর গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাঙ্গালি পাড়ায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। তারা বাগানে গাছের উপর পাহারা টং ঘরে ঘুমিয়ে ছিল। মঙ্গলবার ভোর রাতে প্রচন্ড বজ্রপাত হয়। রাতে কোন একসময় তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হল, ফাইতং ৯নং ওয়ার্ডের বাঙ্গালি পাড়ার মৃত ইসহাক এর ছেলে মোঃ এনাম (৫০) ও মৃত নবী হোচন এর ছেলে মোঃ শহীদুল ইসলাম (২২)।

এদিকে উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দরিদ্র দুই কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা গ্রামের ৩নং ওয়ার্ডের দপাদার বাসু কুমার দে এর ৩টি ও মুসলিম পাড়ায় ১টি গরু বজ্রপাতে মারা যায়।

লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর হোসেন বজ্রপাতে ২ জনের মৃত্যু ও ৪টি গরু মারা যাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads