• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

দুর্ঘটনা

নারায়ণগঞ্জে ট্রলারডুবি : মা-মেয়েসহ ৪ জনের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জে ট্রলার ডুবির পাঁচদিনের মাথায় ভেসে উঠলো নিখোঁজ ১০ জনের মধ্যে ৪ জনের লাশ।

জানা গেছে, আজ রবিবার সকাল ৮ থেকে ১০টার মধ্যে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর ৩ জনের পরিচয় শনাক্ত করেছে স্বজনরা। তারা হলেন, গৃহিণী জেসমিন (১৫) তার মেয়ে তাসমিম ও সাব্বির (১৮)।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঘটনার পঞ্চমদিন সকাল ৮ থেকে ১০টার মধ্যে ৪টি মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে ডিগ্রীচর এলাকায় মরদেহগুলো ভেসে উঠলে উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলারটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

আব্দুল্লাহ আল আরেফিন বলেন, যেখানে ট্রলারটি ডুবেছে, সেখান থেকে কিছুটা দূরে চারটি মরদেহ ভেসে উঠতে দেখে আমাদের খবর দেয় স্থানীয় লোকজন। আমরা গিয়ে উদ্ধার করি।

এদিকে, ট্রলারডুবির ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads