• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

আমতলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মা-ছেলের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ মার্চ ২০২২

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহতের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৭ মার্চ) সকালে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম চুনাখালীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নুরনাহার বেগম (৪২) ও রাকিব (১৬) নিহত হয়েছে। বাবার বাড়ি থেকে পায়ে হেটে ফেরার পথে একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। র‌্যাব-৮ ঘাতক চালক ও পিকআপটি আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালাম হাওলাদারের স্ত্রী নুরনাহার বেগম (৪২) ও ছেলে রাকিব হাওলাদার রবিবার সন্ধ্যায় বাবা ফজর পাহলানের বাড়ি বেড়াতে যান। সোমবার সকালে মা ছেলেকে নিয়ে পায়ে হেটে বাড়িতে ফেরার পথে সকাল ৮ টার সময় পশ্চিম চুনাখালী কালভার্টের পাশ দিয়ে সড়ক পার হওয়ার সময় পটুয়াখালী থেকে আসা মালবোঝাই (চট্ট মেট্রো-ন-১১-৯০৬৩) একটি পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় মানুষের সহায়তায় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা পিকআপসহ পিকআপের চালক মো. নুরুল আলমকে আটক করে আমতলী থানায় হস্তান্তর করে। পুলিশ মা ছেলের লাশ উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক চালক এবং পিকআপ আটক করা হয়েছে। চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads