• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, ছয় লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, ছয় লাশ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ মার্চ ২০২২

শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় নিহতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে রোববার  দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে লঞ্চডুবির ঘটনা ঘটে

 

লঞ্চডুবির পর ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনো অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে

লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার

তিনি বলেন, এমভি রুপসি- নামের জাহাজটি এম এল আফসার উদ্দিন লঞ্চটিকে ধাক্কা দেয় এতে লঞ্চে থাকা ৫০-৬০ যাত্রী পানিতে ডুবে যান কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মরদেহ আমাদের হেফাজতে রয়েছে এদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

 ঘটনার প্রত্যক্ষদর্শী ডুবে যাওয়া লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি জানান, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায় পরে আমরা অনেককেই সাঁতরে তীরে উঠতে দেখেছি তবে অনেকে নিখোঁজ রয়েছেন লঞ্চে ৭০ জনের মত যাত্রী ছিল, উপরে যারা ছিলেন তারা সাঁতরে উঠতে পেরেছেন তবে ভেতরের একজনও বের হতে পারার কথা না

 

 নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লঞ্চটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল রূপসী নামে একটি জাহাজের ধাক্কায় আশরাফ উদ্দিন নামে ওই লঞ্চটি ডুবে যায়

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads