• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বাড্ডায় বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

ফাইল ছবি

দুর্ঘটনা

বাড্ডায় বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২২

রাজধানীর বাড্ডায় বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোর রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দগ্ধরা হলেন- সাহিদ হাসান, তার স্ত্রী রেখা আক্তার, তাদের ১০ বছর বয়সী মেয়ে সাফা ও নয় বছরের ছেলে সাফিয়ান। তাদের মধ্যে সাহিদের অবস্থা সংকটাপন্ন। তার শরীরের ৯৫ শতাংশের বেশি পুড়ে গেছে বলে ডাক্তার জানিয়েছেন। রেখাও শঙ্কামুক্ত নন। তার পুড়েছে ৩০ ভাগ।

ফায়ার সার্ভিস জানায়, একটি আবাসিক ভবনের তৃতীয় তলার বাসার রান্নাঘরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরেই আগুন ছড়িয়ে পড়ে বাসায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই দগ্ধ হন ওই চারজন। আহতদের উদ্ধার করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক ডাক্তার ডা. এস এম আইউব হোসেন জানান, চারজনকেই জরুরি বিভাগে রাখা হয়েছে। সাহিদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের শরীর ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads