• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পোল্ট্রি খামারে আগুন, তিন হাজার মুরগি পুড়ে ছাই

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

পোল্ট্রি খামারে আগুন, তিন হাজার মুরগি পুড়ে ছাই

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০২২

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক মুরগির খামারে আগুন লেগে খামারসহ মুরগি পুড়ে ছাই হয়ে গেছে‌। ক্ষতিগ্রস্ত খামারির দাবি, তার খামারে তিন হাজার ব্রয়লার মুরগি ছিল। 

জানা গেছে, উপজেলার যশলং গ্রামের সেরাজল শেখের ছেলে মো. রাজিব শেখ তার বাড়ির পাশে মুরগির সেড নির্মাণ করে ব্রয়লারসহ বিভিন্ন জাতের মুরগির ব্যবসা করে আসছিলেন।

বুধবার গভীর রাতে ওই মুরগীর খামারে আগুন লেগে প্রায় ৩ হাজার ব্রয়লার মুরগিসহ খামারটি পুড়ে যায়।

এলাকাবাসী দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে । এতে ওই  খামারির সাত লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই খামারের মালিক রাজিব শেখ এর প্রতিবেশী আরিফ শেখ বলেন, গভীর রাতে দেখতে পাই রাজীবের খামারে আগুন জ্বলছে। পরে আমরা আগুন নেভানের জন্য ছুটে যাই। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে পারলেও খামারে থাকা মুরগিগুলো পুড়ে ছাই হয়ে যায় এবং খামারটিও পুড়ে গেছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত খামার মালিক রাজীব শেখ বলেন, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতেও রাত সাড়ে বারোটা পর্যন্ত আমি খামারে মুরগির পরিচর্যা করি। রাত দুইটার দিকে মুরগির ডাকাডাকি ও নড়াচড়ার শব্দ পেয়ে ঘর হতে বের হয়ে দেখি আমার খামার আগুনে জ্বলছে। পরে আমি সহ আমার বাড়ির  লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে আমার মুরগি ও খামার পুরে ছাই হয়ে গেছে। তিলে তিলে গড়ে তোলা আমার খামারটি মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। আমার সব কিছু শেষ হয়ে গেল। কিভাবে এই আগুন লাগল এখনো আমি নিশ্চিত হতে পারিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads