• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
হবিগঞ্জে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

হবিগঞ্জে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

  • মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই ২০২২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ চার জন নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ৩ জনের নাম ঠিকানা জানা গেছে। তারা হলেন- নেত্রকোনা জেলার মদন উপজেলার ফহেত পুর গ্রামের আব্দুল রউফের ছেলে মুরাদ মিয়া (২২), একই গ্রামের সুরুজ আলীর স্ত্রী দিলারা বেগম (৪০) ও ইমরুল মিয়ার স্ত্রী হেলেনা আক্তার (২৫)। নিহত অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আল মোবারাকা পরিবহনের একটি বাস মহাসড়কের দরগাগেট এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান । হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিনজন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগ সুত্রে জানা যায়, হাসপাতালে প্রথমে একজনের মরদেহ আনা হয়। পরে আরও তিনজনের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ হবিগঞ্জ সদরহাসপাতালে রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads