• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
উত্তরায় প্রাইভেটকারের ওপর বিআরটির গার্ডার পড়ে নিহত ৩

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

উত্তরায় প্রাইভেটকারের ওপর বিআরটির গার্ডার পড়ে নিহত ৪

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০২২

রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডে বাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) প্রকল্পের কাজের সময় ক্রেন থেকে গার্ডার পড়ে শিশুসহ চার জন নিহত হয়েছে।

সোমবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারজন নিহত হন।

পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারটিতে শিশুসহ ৫ জন ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে ট্রাফিক পুলিশ কর্মকর্তা (টিআই, উত্তরা-পূর্ব জোন) মো. পান্নু মিয়া এ তথ্য জানান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে আড়ংয়ের শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। বাহনটির চার যাত্রী নিহত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads