• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
গফরগাঁওয়ে এক কৃষকের এক রাতে পাঁচ গরু চুরি

প্রতিকী ছবি

দুর্ঘটনা

গফরগাঁওয়ে এক কৃষকের এক রাতে পাঁচ গরু চুরি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার ঘাগড়া গ্রামে শনিবার ভোর রাতে ।
ভুক্তভোগী কৃষক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে একদল চুর পিকাপ ভ্যান নিয়ে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের আশু মৃধা বাড়ির কাছে

গফরগাঁও এশিয়ান হাইওয়ে সড়কের কাছে পিকাপ ভ্যানটি থামিয়ে কৃষকের গোয়াল ঘর থেকে ৩টি বাছুর (বকনা), ও ২টি গাভী গোয়ালঘর থেকে চুরি করে পিকাপ ভ্যানে উঠিয়ে নিয়ে যায়। গরুর মালিক কৃষক আশু মৃধা বলেন, ফজরের আযানের সময় গোয়াল ঘরের গরু দেখতে উে গোয়াল ঘরের দরজা খুলে দেখি ঘর ফাকা। এর পরেই আমি  ডাক চিৎকার দিলে এলাকার লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে।


তিনি বলেন, আমি এখন নিঃস্ব হয়েগেছি। আমার গরুগুলোই সম্ভল ছিল। অসহায় আশু মৃধার গরু গুলো উদ্ধারে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা,আন্তরিকতা ও সহায়তা কামনা করছেন এলাকাবাসী। গফরগাঁও থানার ওসি মোঃ ফারুক আহম্মেদ বলেন, খবর পাওয়ার সাথে সাথেই
গফরগাঁও, পাগলা, ভালুকা, ও হোসেনপুর থানার পুলিশ তাৎক্ষনিক পাঁচটি গরু উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি। তবে গরুর মালিক এখনো কোনো অভিযোগ দেননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads