• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ভাঙ্গায় সাকোর নীচে পড়ে প্রান গেল স্কুল শিক্ষার্থীর

প্রতিনিধি পাঠানো ছবি

দুর্ঘটনা

ভাঙ্গায় সাকোর নীচে পড়ে প্রান গেল স্কুল শিক্ষার্থীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০২২

ফরিদপুরের  ভাঙ্গা উপজেলার কাউলিবাড়ী ইউনিয়নের খাটরা গ্রামে বাশের সাঁকো থেকে পড়ে গিয়ে আনিসা নামের(৬) এক শিশু শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মোঃ সাহাদাৎ হোসেনের কন্যা এবং খাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

শুক্রবার সকালে সাঁকো দিয়ে পার হতে গিয়ে এই দুর্ঘটনায় পডে মর্মান্তিকভাবে সে নিহত হয়।  নিহতের বড় চাচা আব্দুর রহিম শেখ জানান, খাটরা গ্রামের ভিতর দিয়ে আড়িয়াল খাঁ নদ থেকে একটি শাখা  খালের উপর নির্মিত বাশের সাঁকো দিয়ে গ্রামবাসী পারাপার হয়। আনিসা সকাল ৭টার দিকে ওই পাড়ে একটি দোকানে যেতে সাঁকো পার হতে  গিয়ে নিচের একটি বাসের সঙ্গে বুকে প্রচন্ড আঘাত পেয়ে ছিটকে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ওর বাবা পানি থেকে উদ্ধার করে প্রথমে কাউলীবেড়া বাজারে ডাক্তারের কাছে যায়। পরে পার্শ্ববর্তী আটরশি বিশ্ব জাকের মঞ্জিল  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা  করেন। দুপুরে আনিসাকে দাফন করা হয়েছে। তার এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা ও তার সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads