• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
অক্টোবরের প্রতিদিন ১১৮ দুর্ঘটনায় আহত ১২১ এবং নিহত ১৬

প্রতিনিধি পাঠানো ছবি

দুর্ঘটনা

অক্টোবরের প্রতিদিন ১১৮ দুর্ঘটনায় আহত ১২১ এবং নিহত ১৬

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০২২

অক্টোবরের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত ৩ হাজার ৬৬০ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ হাজার ৭৭৫ এবং নিহত হয়েছে ৫০৭ জন। আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবি ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বলেছেন, সেভ দ্য রোড ২০০৭ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছর ধরে দাবিকৃত বাইকলেন, ৫ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ, সিসিক্যামেরা স্থাপন না হওয়ায় অক্টোবর মাসেও গড়ে প্রতিদিন গড়ে ১১৮ টি দুর্ঘটনা ঘটেছে, আহত হয়েছেন ১২১ জন, নিহত হয়েছেন ১৬ জন। ৭৬৩ টি মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ৫৯১ এবং নিহত হয়েছেন ৬০ জন, ১০০৯ টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১০৪৪ এবং নিহত হয়েছেন ২৯৭ জন, ৮৯১ টি ট্রাক দুর্ঘটনায় আহত ৯৮৮ ও ৮০ জন নিহত হয়েছেন, ব্যাটারি চালিত যান, পিকআপ, সিএনজি, সহ মাঝারি ও ক্ষুদ্র ধরণের বাহনে ৯৯৭ টি দুর্ঘটনায় আহত ১১৭২ এবং নিহত হয়েছেন ৭০ জন।

২৭ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে তৈরি করা প্রতিবেদনে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা, শওকত হোসেন উল্লেখ করেন- নৌপুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা এবং চালক-শ্রমিক ও যাত্রীদের অসচেতনতার কারণে ১২৮ টি দুর্ঘটনায় ১৬৫ জন আহত এবং ৩৩ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে আরো উঠে আসে রেলপথ দুর্ঘটনারোধে কর্তৃপক্ষের উদানিতার কারণে কেবলমাত্র অরক্ষিত রেলক্রসিং ও অব্যবস্থাপনার কারণে ৯৯ টি দুর্ঘটনায় ১ শত ১১ জন আহত এবং ২৬ জন নিহত হয়েছে। সেই সাথে চরম অব্যবস্থাপনার কারণে প্রতিদিন ৩ শত আকাশপথ যাত্রীকে ভোগান্তি সহ্য করতে হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads