• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কুমিল্লায় গাছে-গাছে বিয়ে!

কুমিল্লায় গাছে-গাছে বিয়ে!

ছবি : বাংলাদেশের খবর

আজব খবর

কুমিল্লায় গাছে-গাছে বিয়ে!

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৯

‘গাছে-গাছে বিয়ে’। ঢোল-তবলা আর গান-বাজনার মধ্য দিয়েই শুরু হয় বিয়ের অনুষ্ঠান। পরে কাবিননামায় বর-কনের পরিচর্যাকারীদের স্বাক্ষর, গাছে-গাছে মালা বদল, সাক্ষীদের স্বাক্ষরগ্রহণ ও পারস্পরিক মিষ্টিমুখ করার মধ্য দিয়ে গাছের বিয়ে দেয়া হয়।

আজ বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগরণের লক্ষে কুমিল্লায় ব্যতিক্রমী এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ। এসময় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসময় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম শেখ কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আওয়াল চৌধুরী ও মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads