• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

আজব খবর

মশা মারতে স্যাটেলাইটের ব্যবহার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্রে মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে কয়েক মাস আগেই সেখানকার নানা বড় শহরে ড্রোন নামিয়েছিল গুগল। এবার আরেক ধাপ এগিয়ে মশা দমনের ভার নিল খোদ মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রাম থেকে শহর, সারা বিশ্বেই চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মশা।

নাসার সঙ্গে হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ল্যাবরেটরি। এদের হাতিয়ারটি ড্রোনের চেয়েও শক্তিধর। সোজা কথায় বললে, মশা মারতে কামান নয়, রীতিমতো স্যাটেলাইট দেগেছে নাসা। তবে এর পাশাপাশি ছোট ছোট অজস্র দলও তৈরি করেছে তারা। থাকছে এয়ার ট্র্যাপিংয়ের ব্যবস্থাও। যে ব্যবস্থা সবচেয়ে আধুনিক ও বিজ্ঞানসম্মত। স্যাটেলাইট ছাড়াও সেই দলের কাছে থাকবে ক্যামেরা, গ্রাফ, ম্যাপিংয়ের ব্যবস্থা, তথ্য যাচাই ও জমা করার জন্য নানা ধরনের চিপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, যুক্তরাষ্ট্র তো বটেই, বাংলাদেশ, ভারতসহ এশিয়ার প্রায় সব দেশই মশার আতঙ্ক বুকে নিয়ে বাঁচছে। প্রতি বছর প্রায় ৩০ থেকে ৫০ কোটি মানুষ মশাবাহিত রোগের শিকার হন। মৃত্যু হয় প্রায় এক কোটি মানুষের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads