• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

এশিয়া

জম্মু-কাশ্মীরে আবারও ড্রোন ভূপাতিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২১

ভারতের জম্মু-কাশ্মীরে আবারও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুলাই) জম্মু-কাশ্মীরের কনাচক এলাকায় এঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

জম্মু-কাশ্মীরের পুলিশ জানিয়েছে, ড্রোনটি থেকে ৫ কেজি বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। গেল বুধবার কেন্দ্রশাসিত অঞ্চলটির সাতওয়ারি এলাকায় আরেকটি ড্রোন শনাক্ত হয়।

এর আগে জম্মু বিমান ঘাঁটির কাছে ড্রোন ভূপাতিত করে কাশ্মীরের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের প্রতিরক্ষা অবস্থা।

গেল মাসে জম্মু বিমান ঘাঁটিতে ড্রোন হামলার পর শহরটিতে ড্রোন প্রতিরোধে প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়। এঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় ড্রোন শনাক্তের ঘটনা বেড়েছে এবং বেশ কয়েকটি স্থানে সেগুলো ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads